নিজস্ব প্রতিবেদক:
নগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ার দীঘির পূর্ব পাড় কমিশনার গলিতে অভিযান পরিচালনা করে মো: মাহফুজকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
রবিবার (২৫ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানাধীন বলুয়ার দীঘির পূর্ব পাড় কমিশনার গলিতে অভিযান পরিচালনা করে মো: মাহফুজকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, জব্দকৃত গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে কম মুল্যে সংগ্রহ করে চট্রগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন মাদকসেবীর নিকট বেশি দামে বিক্রয় করে।