নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত এ্যাপাচি আরটিআর ও গ্ল্যামার মোটরসাইকেলসহ মিল্টন কুমার সাহা প্রকাশ খোকন, মোঃ আকরাম হোসেন ও মোঃ মহিম হোসেনকে আটক করে পুলিশ।
গত শুক্রবার (১৪ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সিএমপির ডবলমুরিং থানার মামলা নং-০২, তারিখঃ ০৪/৭/২০২৩ খ্রিঃ এর চোরাইকৃত এ্যাপাচি আরটিআর মোটর সাইকেল ও অন্য আরেকটি গ্ল্যামার মোটর সাইকেল উদ্ধারপূর্বক উদ্ধারকৃত যানসহ মিল্টন কুমার সাহা প্রঃ খোকন, মোঃ আকরাম হোসেন ও মোঃ মহিম হোসেনকে গ্রেফতার পূ্র্বক সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।