নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু ও কিছু স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
বিজ্ঞাপন
বুধবার (২২ জুন) উপজেলার ও পৌরসভার বিভিন্ন স্থানে সরেজমিনে ঘুরেন তিনি।
বিজ্ঞাপন
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাজী জালাল সওদাগরের বাড়ি রোডের মুখে পাইপ কালভার্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে। আনুমানিক ২০০ পরিবারের জলাবদ্ধতা সমস্যা দূর হতে পারে বলে আশা করা যাচ্ছে।
বিজ্ঞাপন
অন্য দিকে মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড খাগড়াছড়ি রোড সংলগ্ন সরকারি ভরাট জায়গা পানি চলাচলের জন্য খনন করা হয়েছে। মির্জাপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ও মেম্বার বিষয়টি তদারকি করছেন।
এছাড়া বিভিন্ন স্থান পরিদর্শন করে কিছু স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা সবাই সচেতন ও সহযোগিতামূলক হলেই কেবল জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব। কেননা এই সমস্যাগুলো আমরা সবাই মিলে বছরের পর বছর ধরে তৈরি করেছি।