নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ধলইয়ে মালামাল ও গাড়িসহ প্রতারক ধরলো পুলিশ হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
হাটহাজারীতে ‘প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন’র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

হাটহাজারীতে ‘প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন’র দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত 

মোঃ আতাউর রহমান মিয়া:

প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন হাটহাজারীর ব্যবস্থাপনায় প্রাইভেট মাদ্রাসার প্রয়োজনীয়তা ও অবদান শীর্ষক সেমিনার এবং দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ মে) বিকেল ৩টায় পৌর সদরস্থ বাসস্ট্যান্ডে  হোটেল আল জামানের হলরুমে প্রাইভেট মাদ্রাসার প্রয়োজনীয়তা ও অবদান শীর্ষক সেমিনার এবং দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাবেক সভাপতি মাওলানা হাফেজ কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রথম অধিবেশন ও সংগঠনের নবনির্বাচিত সভাপতি মাওলানা হাফেজ তৈয়ব’র সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের নবনির্বাচিত সহ সভাপতি মাওলানা এমরান সিকদার ও যুগ্ম সম্পাদক মাওলানা হাফেজ সাইফুল্যাহ’র যৌথ সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রধান পরিচালক আল্লামা ইয়াহিয়া দামাত বারকাতুহু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা কুতুব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক আল্লামা মুফতি জসিমউদদীন, ফতেপুর মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মাহমুদুল হাসান, মেখল হামিউসুন্নাহ মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা ওসমান ফয়েজী,

এতে আরো বক্তব্য রাখেন গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার, মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দীন চৌধুরী, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়নুল আবেদ্বীন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন খান সুমন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন
নাজিরহাট মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতী জাফর আহমদ, জামিয়াতুল ঈমান মাদ্রাসার প্রধান পরিচালক মীর মোঃ ইদ্রিস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল হক, চবি এরাবিক ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড.মো: জুনায়েদুল ইসলাম, সুমাইয়া (রাহাঃ) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, হাটহাজারী মাদ্রাসার সাবেক শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ওসমান সিকদার,
হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল আলম।

প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন হাটহাজারীর শুরা পরিষদের উপস্থিতিতে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়, এতে সংগঠনের উপদেষ্টা মীর মোহাম্মদ ইদ্রিস মাওলানা হাফেজ তৈয়বকে সভাপতি ও মাওলানা হাফেজ মোস্তফাকে সাধারণ সম্পাদক করে
২০২৩ – ২০২৪ সালের ২২ সদস্য বিশিষ্ট
কার্যকরী কমিটি ঘোষণা করেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com