নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার বড় দিঘীর পাড় অহনা পাড়া এলাকা থেকে ৫টি দুধরাজ সাপের ডিম ও ১টি পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বনবিভাগ।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে এ সাপ ও ডিম উদ্ধার করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক শাহ চৌধুরীর তথ্যসূত্র ও নির্দেশ মোতাবেক রেঞ্জের সঙ্গীয় স্টাফ ও SRT’BD টিম এর সহযোগীতায় ১টি পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে ।
এর আগে দক্ষিন পাহাড়তলীর ১ নং ওয়ার্ডের সন্ধীপ পাড়া এলাকা থেকে পাঁচটি সাপের ডিম উদ্ধার পরবর্তী কৃত্রিম ব্যবস্থাপনায় অদ্য সে ডিম থেকে দু’টি দুধরাজ সাপ ফোটে বেড় হলে সবক’টি সাপ সকলের উপস্থিতিতে হাটহাজারী বিটের গহীন বনে অবমুক্ত করা হয়েছে ।।