হাটহাজারী পৌরসভার জারিয়া ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান।
বুধবার (৬ মার্চ) বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা ও মডেল থানার পুলিশ।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, জারিয়া ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে ৫০ হাজার টাকা মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।
প্রসঙ্গত গত ১০ ফেব্রুয়ারী ফতেয়াবাদ ক্লিনিকে নরমাল ডেলিভারি সময় মাথা কেটে নবজাতকের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর ভুক্তভোগী পরিবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এদিকে নবজাতকের মৃত্যু ঘটনার পরে উপজেলার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।