নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম – খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার নামক এলাকায় অভিযান চালিয়ে ১৪৯০ টু:= ২৪৬.২৪ ঘনফুট গর্জন ও গামার চিড়াইকাঠ বোঝাই ট্রাক গাড়ী (চ:মে:ন: ১১-৯০৫৩) আটক করা হয়।
রবিবার (৩১ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটের দিকে কাঠ ভর্তি ট্রাক আটক করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, গোপন প্রাপ্ত তথ্য সূত্র ও নির্দেশনা মোতাবেক হাটহাজারী ১১ মাইল বনজ দ্রব্য পরীক্ষণ ফাঁড়ির ইনচার্জ মো: ফজলুল কাদের চৌধুরী ও RAB-7, সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প এর সহযোগীতায় গতকাল ৩১ জুলাই রাত ১২টা ৩০ মিনিটের সময় হাটহাজারী থানাধীন হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া বাজার নামক এলাকায় অভিযান চালিয়ে ১৪৯০ টু:= ২৪৬.২৪ ঘনফুট গর্জন ও গামার চিড়াইকাঠ বোঝাই ট্রাক গাড়ী নং- চ:মে:ন: ১১-৯০৫৩ অাটক ও জব্দ করা হয়।
পরে জব্দকৃত অবৈধ বনজদ্রব্যবাহী গাড়ীটি হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে বন অাইনে মামলা দায়ের করা হয় ।