নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী রেঞ্জ শোভনছড়ি বন বিটের জঙ্গল শোভনছড়ি মৌজায় ২০১১-১২ অর্থবছরে সৃজিত সেগুন বাগানে অভিযান চালিয়ে সেগুন গাছ কাটা অবস্থায় দুই জন আসামীকে হাতে নাতে ধৃত করা হয়।
শনিবার (১৬ এপ্রিল) বিকাল ৪টার সময় অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ৩৭ টু = ৫৫.০৪ ঘনফুট সেগুন গোলকাঠ জব্দ করা হয়। পি,ও,আর বন মামলা দাখিল পূর্বক ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় এবং জব্দকৃত সেগুন গোলকাঠ শোভনছড়ি বিট অফিস হেফাজতে রাখা হয় ।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শোভনছড়ি বিট কর্মকর্তা মো: শামছুল আলম সরকার এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ শোভনছড়ি বন বিটের জঙ্গল শোভনছড়ি মৌজায় ২০১১-১২ অর্থবছরে সৃজিত সেগুন বাগানে অভিযান চালিয়ে সেগুন গাছ কাটা অবস্থায় দুই জন আসামীকে হাতে নাতে ধৃত করা হয়।
তিনি আরও বলেন, এরকম সফল অভিযানে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান এবং সকলকে সংরক্ষিত বন ও সৃজিত বন বাগানে বেশি বেশি টহল জোরদার করার তাগিদ দেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।