নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভা সদরে উপজেলা পরিষদের সামনে ত্রিবেনী কমিউনিটি সেন্টারের পাশে ট্রাকে অতিরিক্ত বাঁশ বোঝাইয়ের কারণে বিদ্যুতের তাঁর ছিঁড়ে যাওয়া ট্রাকের মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
শনিবার (২৫ জুন) রাত সাড়ে ১১ টায় এ ঘটনাটি ঘটে।
অতিরিক্ত বাঁশ ভর্তির জন্য পৌরসভার বাজারের বিদ্যুতের তাঁর ছিঁড়ে যায়। ফলে রাত সাড়ে ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে ।এ কারনে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেকে। বিদ্যুতের আগুনে একজনের মিটার জ্বলে যায় ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, অতিরিক্ত বাঁশ ভর্তি করার কারণে পৌরসভার বাজারের মোড়ে বিদ্যুৎতের তাঁর ছিঁড়ে যায়। অতিরিক্ত বাঁশ পরিবহনের দায়ে ট্রাকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে পুড়ে যাওয়া মিটার বাবদ সাড়ে ৭ হাজার টাকা ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয়।