নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে লাশ দ্বিখন্ডিত ও গুম করার অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ঘাতক স্বামী মোঃ ছাদেক হোসেন’কে দীর্ঘ ২৪ বছর পর চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক নুরুল আবছার বলেন, নিহত ভিকটিম রোকেয়া (১৭) আসামি মোঃ ছাদেক হোসেন এর ২য় স্ত্রী। ভিকটিম রোকেয়াকে বিয়ে করার পর থেকেই মোঃ ছাদেক হোসেন এর সংসারে অশান্তি ও দাম্পত্য কলহ লেগেই থাকতো। সে জন্য মোঃ ছাদেক হোসেন স্ত্রী রোকেয়াকে হত্যার পরিকল্পনা করে। উক্ত পরিকল্পনা মোতাবেক আসামি ছাদেক হোসেন স্ত্রী রোকেয়াকে গলা কেটে হত্যার পর লাশ দ্বিখণ্ডিত করে বস্তায় ভরে বাড়ি থেকে আনুমানিক ৪০০/৫০০ মিটার দূরে বড় খাল নামক নদীতে ফেলে দেয়।
এ ঘটনায় ভিকটিমের পরিবার বাদী হয়ে কুমিল্লা জেলার চান্দিনা থানায় ভিকটিমের স্বামী মোঃ ছাদেক হোসেন’কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলায় চান্দিনা থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে আসামি ছাদেক হোসেন এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্র এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত আসামি মোঃ ছাদেক হোসেন’কে দোষী সাব্যস্ত করে মৃত্যুদন্ড সাজা প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে লাশ দ্বিখন্ডিত ও গুম করার অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ছাদেক হোসেন চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ২৭ জুন অভিযান পরিচালনা করে আসামি মোঃ ছাদেক হোসেন প্রকাশ ছাদেক মিয়া (৫০), পিতা-মোঃ মালু মিয়া, সাং-চানখার, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে মামলা দায়েরের পর থেকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কুমিল্লা জেলার চান্দিনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।