নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালি উপজেলা গাড়িতে হাইড্রোলিক হর্ণ লাগিয়ে শব্দ দূষণের দায়ে দুই গাড়িকে ১৫০০ টাকা জরিমানা করলেন এসিল্যান্ড নুসরাত জাহান চৌধুরী।
বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক ঊর্মি সরকার ও বোয়ালখালি থানা পুলিশের সদস্যগণ।
বোয়ালখালী উপজেলার সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান চৌধুরী বলেন, উপজেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রনে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় হাইড্রোলিক হর্ণ ও বায়ু দূষন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ২ জনকে ২টি পৃথক মামলায় ১,৫০০ টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করা হয় এবং হাইড্রলিক হর্ন জব্দ করা হয়।