নিজস্ব প্রতিবেদকঃ
রাঙ্গুনিয়াতে ১০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃতরা হলেন চন্দ্রঘোনা আধুরপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. ইরফান (২৬) এবং একই ইউনিয়নের বনগ্রাম জব্বার কলোনী এলাকার মোশাররফ হোসেনের ছেলে শাহরিয়ার হাসান (৩৫)।
বিজ্ঞাপন
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী জানান, বুধবার সকালে গোপন সংবাদে খবর পেয়ে চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকা থেকে ইরফানকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একইদিন দুপুরে বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে শাহরিয়ারকে ৬০ পিস ইয়াবাসহ ধরা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রির উদ্দেশ্যে এসব মাদক তারা রেখেছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেলে পাঠানো হয়েছে।