নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ধলইয়ে মালামাল ও গাড়িসহ প্রতারক ধরলো পুলিশ হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
যানজট নিরসনে কঠোর অবস্থানে হাটহাজারী উপজেলা প্রশাসন: ৫১৫০০ টাকা জরিমানা

যানজট নিরসনে কঠোর অবস্থানে হাটহাজারী উপজেলা প্রশাসন: ৫১৫০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড, জাগৃতি মোড় ও কাচারি সড়কে যানজট সৃষ্টিকারী বিভিন্ন পরিবহন, ফুটপাত ও দোকানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫১,৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম। 

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা হতে সন্ধ্যা ৮ পর্যন্ত টানা চলে এ অভিযান।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, অভিযানে বাসস্ট্যান্ড ও জাগৃতি মোড়ে যানজট সৃষ্টিকারী সিএনজি ও ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়। পরে কাচারি সড়কে দোকানের সামনের ফুটপাত দখলকারী বিভিন্ন দোকানকে জরিমানা করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৬ মামলায় ৫,৫০০ টাকা এবং দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৬ মামলায় ৪৬,০০০ টাকা অর্থাৎ মোট ১২ মামলায় ৫১,৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফুটপাতে থাকা একটি ফ্রিজ ও পথিক ও যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অন্যান্য সামগ্রী আটক করা হয়। ৫টি ব্যাটারিচালিত রিকশা আটক করে ২০টি ব্যাটারি জব্দ করা হয়। ফুটপাত থেকে জব্দকৃত বেশকিছু ফল ৩টি এতিমখানায় বিতরণ করা হয়।

এতিমখানাগুলো হলো:

১. হামিদিয়া রহমানিয়া হেফজখানা ও এতিমখানা (৭নং ওয়ার্ড, হাটহাজারী পৌরসভা)

২. শাহ রজভিয়া আজিজিয়া সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানা, পূর্ব দেওয়ান নগর, হাটহাজারী পৌরসভা।

৩. গাউসিয়া আজিজিয়া তৈয়বিয়া কোরআন মাদরাসা, পশ্চিম দেওয়ান নগর, হাটহাজারী পৌরসভা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, যানজট নিরসনে জেলা প্রশাসক স্যার ৪ উপজেলার অংশীজনদের নিয়ে হাটহাজারীতে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় উঠে আসা বিভিন্ন বিষয় ও সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা মাইকিং করি ও সময় বেধে দেই। সে সময় অতিক্রান্ত হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয় এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। তবে, যানজট নিরসনে সবার আগে প্রয়োজন সংশ্লিষ্ট সবার সচেতনতা!

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com