মেখলের ইছাপুর বাজারের পশ্চিমে কৃষি জমি ভরাটের দায়ে ২ লাখ টাকা জরিমানা করলেন ইউএনও!
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের হাটহাজারী উপজেলার উত্তর মেখলের ইছাপুর বাজারের পশ্চিমে রাস্তার উত্তর পাশে বালি দিয়ে কৃষি জমি ভরাট করার অপরাধে মোঃ ফখরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান।
শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টার সময় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, সহকারী ভুমি কমিশনার আবু রায়হান ও মডেল থানার পুলিশ।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, মোঃ ফখরুল ইসলাম নামে এক ব্যক্তি চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের পশ্চিমে রাস্তার উত্তর পাশে বালি দিয়ে কৃষি জমি ভরাট করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এ ২ লাখ টাকা জরিমানা করে তা ডিসিআর মূলে আদায় করা হয় এবং ভরাটকৃত বালু অপসারন করার নির্দেশ দেয়া হয়।