নিজস্ব প্রতিবেদক:
মুজিবনগর দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম বলেছেন, এ সরকার গঠিত না হলে আমাদের স্বাধীনতা আন্তর্জাতিক স্বীকৃতি পেতো না।
সোমবার (১৭ এপ্রিল) মুজিবনগর দিবসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ১৯৭০ সালে বাংলার মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছিলেন।কিন্তু পাকিস্তানীরা জনগনের ম্যান্ডেটকে উপেক্ষা করে বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছিলো।
তিনি আরও বলেন, যার প্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তারই পথ ধরে ১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে বঙ্গবন্ধু শেখ মুজিবকে রাষ্ট্রপতি করে প্রবাসী সরকার গঠিত হয়েছিলো এবং সে সরকারের নেতৃত্বে দীর্ঘ নয় মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা এসেছে।
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের সঞ্চালনায় আজ বিকেলে সংগঠনের দোস্ত বিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন,মো আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত,জসিম উদ্দিন শাহ,সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু,যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, কার্যনির্বাহী সদস্য মো সেলিম উদ্দিন,সাদাত আনোয়ার সাদী,জেলা তাঁতী লীগ সদস্য সচিব রূপক দেব অপু,যুব মহিলা লীগ যুগ্ম আহবায়িকা এড জুবাঈদা সরোয়ার নিপা,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
এর পূর্বে ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।