নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভাধীন মীরেরহাট এলাকায় জমির টপ সয়েল কাটা মাটি পরিবহনের দায়ে গাড়ির মালিক শাহ আলম নামের এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
শনিবার (২২ জানুয়ারী) দুপুরে মাটি ভর্তি মিনি ট্রাক জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, গত ২২ জানুয়ারি দুপুর ১২টার দিকে হাটহাজারী পৌরসভাধীন মীরেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে জমির টপ সয়েল ভরাটকৃত একটি মিনি ট্রাক আটক করা হয়।
পরে জমির উর্বরতা বিনষ্ট ও পরিবেশের জন্য ক্ষতিকর এই মাটি কাটা ও পরিবহনের দায়ে গাড়ির মালিক মোঃ শাহ আলমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে এধরনের কর্মকান্ডের পুনরাবৃত্তি ঘটলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে মর্মে সতর্ক করা হয়।