কক্সবাজার ব্যুরোঃ
মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নে বিজয়ের ৫০ বছর পূর্তি, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপন করা হয়েছে।
সোমবার (২০ ডিসেম্বর) শেষ বিকেলে কালারমার ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এই উদযাপন অনুষ্ঠানের আয়োজন হয়।
আয়োজনের মধ্যে ছিলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মরা গাছের নিচে কেউ আর ছায়ার আশায় আশ্রয় নিতে যাবে না। তারা আর কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ মূলত স্বাধীনতা বিরোধী, পাকিস্তানীদের দোসর ও তাদের উত্তরসূরিরাই কেবল এখন বিএনপি-জামায়াতের রাজনীতি করে। একাত্তরের পরাজয়ের গ্লানি তারা এখনও ভুলতে পারেনি। তাই তারা প্রতিনিয়ত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এইসব চক্রান্ত-ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম আজিজুল রহমান বিএ, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম (চেয়ারম্যান), যুগ্ন-সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাস্টার এনামুল করিম, আওয়ামী লীগ নেতা মাস্টার মাহবুব, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আব্দু শুক্কুর, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, সাবেক যুবলীগ নেতা নুরুল আমিন বাচ্চু, শ্রমিক লীগের সভাপতি গোলাম মোস্তফা ও সোহেল মোঃ আঞ্জন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মোহাম্মদ শরীফ মাতবর, শ ম আবদুল জব্বার,সহসভাপতি নুরুল আলম, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক সৈয়দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসান বশির, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক সেলিম উল্লাহ সেলিম, ছোট মহেশখালী আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।