নিজস্ব প্রতিবেদক:
ব্যক্তিগত মুহুর্তের অশালীন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ব্লাকমেইল করার অপরাধে একজন সাইবার প্রতারককে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
রবিবার (১৭ জানুয়ারী) রাত তাকে আটক করা হয়।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,
গ্রেপ্তার রবিউল আওয়ালের (২২) বাড়ি বাঁশখালীর দক্ষিণ সাধনপুর এলাকায়। সেখান থেকেই রোববার তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব জানায়, ৯ জানুয়ারি এক ব্যক্তি পতেঙ্গা থানায় অভিযোগ করেন, রবিউল তার স্ত্রীর কিছু ছবি ফেইসবুকে পোস্ট করে ‘অশ্লীল মন্তব্য করে সামজিকভাবে তাদের হেয়’ করছে। অভিযোগ পেয়ে র্যাব রোববার রবিউলকে বাঁশখালীর সাধনপুর থেকে গ্রেপ্তার করে।
অভিযোগে বলা হয়, রবিউল তার স্ত্রীর পূর্ব পরিচিত। তাদের বিয়ের আগে রবিউল তার স্ত্রীর সঙ্গে কিছু ছবি তুলে নিজের মোবাইলে সংরক্ষণ করেন। গত ৬ জানুয়ারি অভিযোগকারী ওই ব্যক্তি শ্বশুড়বাড়ি থেকে স্ত্রীকে নিয়ে চট্টগ্রামে আসার পথে বাঁশখালী গুনাগরি বাজারে রবিউল তাদের বহনকারী অটোরিকশার গতিরোধ করেন এবং সেইসব ছবি দেখিয়ে ‘অশালীন কথাবার্তা’ বলতে থাকেন।
ওই দম্পতি সেখান থেকে চলে আসায় পরদিন রবিউল সেগুলো ফেইসবুকে পোস্ট করে বিভিন্ন ধরনের ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন বলে অভিযোগ করেন ওই ব্যক্তি।