নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী বিট থেকে বিপুল পরিমাণে জ্বালানী কাঠ বোঝাই জীপগাড়ী (চট্টগ্রাম:খ- ১২৫৬) আটক করে বন বিভাগ।
মঙ্গলবার (৪ এপ্রিল) মধ্যে রাত ২টার দিকে অভিযান চালিয়ে কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, গত ৪ এপ্রিল রাত ২টার সময় নিয়মিত টহল অভিযানের অংশ হিসেবে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, নাজিরহাট ডিপো,মন্দাকীনি বিট এবং সংশ্লিষ্ট স্টাফসহ হাটহাজারী উপজেলার মন্দাকীনি বিট এলাকায় বনজদ্রব্য বোঝাই ১ টি জীপগাড়ী আসতে দেখা যায় এবং সেটি সংকেত দিয়ে থামানো হয়। ঐ জীপগাড়ী (চট্টগ্রাম:খ- ১২৫৬) দেখে তল্লাসী করে কোন বৈধ কাগজ পত্র ও চলাচল পাস না পাওয়ায় ২০০ ঘনফুট বিবিধ জ্বালানী বোঝাই গাড়িটি জব্দ করা হয়। গাড়ীর চালক ও হেল্পার দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের ধৃত করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল হাটহাজারী রেঞ্জ হেফাজতে রাখা হয় এবং এ ব্যাপারে যথাসময়ে বন মামলা দায়ের করা হয় ।