নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
পেয়াজের ঝাজ কমাতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান: ১০ হাজার টাকা জরিমানা!

পেয়াজের ঝাজ কমাতে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান: ১০ হাজার টাকা জরিমানা!

নিজস্ব প্রতিবেদক:

হঠাৎ অস্থির পেয়াজের বাজারে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান ও আবু রায়হান।

শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

৮০ থেকে ৯০ টাকার পেয়াজ দফায় দফায় বেড়ে তা ১১০ টাকা এখন এক লাফে ২০০ টাকা ছাড়িয়ে যায়। পেঁয়াজ বাজারের হঠাৎ এমন অস্থিরতায় বিপাকে পড়ে যায় ভোক্তারা। তাই ব্যবসায়ীদের এমন কারসাজি ঠেকাতে অভিযানে নেমেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

বিকালে হাটহাজারী কাঁচা বাজার, সরকারহাট, মীরেরহাট, ইছাপুর, মদনহাট, চৌধুরীহাট, বড়দিঘির পাড়, আমান বাজারে পেঁয়াজের দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকার চেয়ে বেশি দাম এবং বিক্রয় রশিদ না রাখায় তাদেরকে জরিমানা করা হয়।

আজ সকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা দরে। বিক্রেতারা বলছেন, বাজারে ক্রেতার সংখ্যা কম। ক্রেতা কম থাকলে দাম এমিনতেই কমে যাবে।

এদিকে সরজমিনে চৌধুরীহাট অজিত স্টোরে দেখা যায়, গতকাল ১০০ টাকা করে কেজি প্রতি পিয়াজ ক্রয় করলেও আজকে তা বিক্রি করছে ১৮০ টাকায়।যা একদিনের ব্যবধানে তিনি লাভ করছে কেজি ৮০ টাকা করে।

অভিযানের সহযোগিতা করেন হাটহাজারী উপজেলা সহকারী ভুমি কমিশনার আবু রায়হান ও মডেল থানা পুলিশ।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, উপজেলার বেশ কিছু বাজারে মনিটরিং করে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com