নিজস্ব প্রতিবেদক:
হঠাৎ অস্থির পেয়াজের বাজারে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান ও আবু রায়হান।
শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
৮০ থেকে ৯০ টাকার পেয়াজ দফায় দফায় বেড়ে তা ১১০ টাকা এখন এক লাফে ২০০ টাকা ছাড়িয়ে যায়। পেঁয়াজ বাজারের হঠাৎ এমন অস্থিরতায় বিপাকে পড়ে যায় ভোক্তারা। তাই ব্যবসায়ীদের এমন কারসাজি ঠেকাতে অভিযানে নেমেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
বিকালে হাটহাজারী কাঁচা বাজার, সরকারহাট, মীরেরহাট, ইছাপুর, মদনহাট, চৌধুরীহাট, বড়দিঘির পাড়, আমান বাজারে পেঁয়াজের দোকানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে তিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকার চেয়ে বেশি দাম এবং বিক্রয় রশিদ না রাখায় তাদেরকে জরিমানা করা হয়।
আজ সকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা দরে। বিক্রেতারা বলছেন, বাজারে ক্রেতার সংখ্যা কম। ক্রেতা কম থাকলে দাম এমিনতেই কমে যাবে।
এদিকে সরজমিনে চৌধুরীহাট অজিত স্টোরে দেখা যায়, গতকাল ১০০ টাকা করে কেজি প্রতি পিয়াজ ক্রয় করলেও আজকে তা বিক্রি করছে ১৮০ টাকায়।যা একদিনের ব্যবধানে তিনি লাভ করছে কেজি ৮০ টাকা করে।
অভিযানের সহযোগিতা করেন হাটহাজারী উপজেলা সহকারী ভুমি কমিশনার আবু রায়হান ও মডেল থানা পুলিশ।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, উপজেলার বেশ কিছু বাজারে মনিটরিং করে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।