নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
নগরীর ২নং গেইটে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চুরি: হাটহাজারীর জসীমসহ আটক ৪

নগরীর ২নং গেইটে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চুরি: হাটহাজারীর জসীমসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

নগরীর খুলশী থানাধীন ২ নম্বর গেইট সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চাঞ্চল্যকর চুরির ঘটনায় পৃথক অভিযান ৪ জনকে আটক করেছে পুলিশ।

গত বুধবার (৩১ আগস্ট) রাতে হাটহাজারী, রাউজান, ও কাপ্তাই এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামত সমুহ হলেন,  ১ টি কালো রংয়ের itel বাটন মোবাইল , ১ টি নীল রংয়ের realme5 , Model RMX1911 এন্ড্রয়েট মোবাইল, ২ টি নীল রংয়ের SAMSUNG DUOS বাটন মোবাইল, ১ টি স্বর্ণালী রংয়ের HUBLOT হাতঘড়ি , ১ টি নীল রংয়ের MI , Model MI3W এন্ড্রয়েট মোবাইল , ৬। Canon ব্যান্ডের ক্যামরার ল্যান্স ২ টি।

চোরাই কাজে ব্যবহৃতঃ ৩ টি প্লাস ,১ টি সিলাই রেঞ্জ, ২ টি টিন কাটার , লোহার তৈরী ১ টি টায়াল লিভার ,১ টি নীল রংয়ের SUZUKI মোটর সাইকেল ।

খুলশী থানার ওসি সন্তোষ চাকমা বলেন, গত ৩ আগস্ট  রাত অনুমান ১০টা ৩০ মিনিট থেকে ৪ আগস্ট  সকাল অনুমান ০৮:৫০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা চোরেরা খুলশী থানাধীন ২ নম্বর গেইটস্থ হোল্ডিং নং -১০০৫ / ১ সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাঃ লিমিটেড এর ২ য় তলার পিছনের টিনের সেড কেটে ভিতরে প্রবেশ করে অফিসের ০৬ টি ক্যাশ কাউন্টার থেকে সর্বমোট- ১,৩২,২২০ / ( এক লক্ষ বত্রিশ হাজার দুইশত বিশ ) নগদ টাকা এবং আনুমানিক ২,৭০,৫০০ / – ( দুই লক্ষ সত্তর হাজার পাঁচশত ) টাকা মূল্যের বিভিন্ন মডেলের মোবাইল সেট ও হাতঘড়ি চুরি করে নিয়ে যায়।এ ঘটনায় মামলার পরে  তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ৩১ আগস্ট  মোঃ জসিম উদ্দিন ( ৪৬ ) কে হাটহাজারী থানা এলাকা হতে , মোঃ খোরশেদ আলম ( ৪২ ) কে রাউজান থানা এলাকা হতে , মোঃ সাইফুল ইসলাম ( ৩৭ ) ও মোঃ রবি ( ২৮ ) দ্বয়কে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা হতে আটক করে। এই সময় আটককৃতদের নিকট হতে উল্লেখিত মালামাল সমূহ উদ্ধার পূর্বক জব্দ করেন।

উল্লেখিতরা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য । তারা সংঘবদ্ধভাবে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে চুরি সহ বিভিন্ন ধরণের অপরাধ মূলক কর্মকান্ড করে থাকে । ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com