নিজস্ব প্রতিবেদক:
কোতোয়ালী থানাধীন জামাল খান রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ মোঃ ইমরান হায়দার (৬১) ও নেপাল সেন (৪১) নামে দুই জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (১৬ অক্টোবর) অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মাদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি কোতোয়ালী থানাধীন জামাল খান রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ ইমরান হায়দার (৬১) ও নেপাল সেন (৪১) দ্বয়কে ১০৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা কক্সবাজার জেলার বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় তা পাইকারী ও খুচরা বিক্রি করে বলে জানায়।