নিজস্ব প্রতিবেদক:
মহানগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ, ওয়ার্ড নং-৮ আলফালাগলি হোল্ডিং নং-১৪০৫/বি হাজী মোঃ হানিফের বিল্ডিং এর নীচে পার্কিং এ চোরাই মোটরসাইকেল বেচাকেনা করার সময় ৪টি ৪টি চোরাই মোটরসাইকেলসহ পেশাদার চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
রবিবার (১৫ অক্টোবর) বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, গত ১৫ অক্টোবর রাত ২টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলঃ চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ, ওয়ার্ড নং-৮ আলফালাগলি হোল্ডিং নং-১৪০৫/বি হাজী মোঃহানিফের বিল্ডিং এর নীচে পার্কিং এ চোরাই মোটরসাইকেল বেচাকেনা করার প্রস্তুতি নেওয়া অবস্থায় ধৃত আসামী ১) মোঃআরেফিন হাসান নাইমুল(২২) ২) মোঃশাকিল(২২) ৩) মোঃইব্রাহীম বিজয়(২১)দের হেফাজত হইতে,১)০১টি R15 ভার্সন -০৩,চেসিজ নাম্বার MEIR65256K0036735, ইঞ্জিন নাম্বার, G3K5C01270253 ২)FZ-S ভার্সন -০২, যাহার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রোঃল-১৭-৫৩৬৯, চেসিজ নাম্বার-MEIR 50724 ইঞ্জিন নাম্বার G3CBE0149085 ৩)FZ-S ভার্সন -০২, যাহার রেজিষ্ট্রেশন নাম্বার, ঢাকা মেট্রোঃ ল-৩৬-৪৫৫৩, চেসিজ নাং-MEIRG4424, ইঞ্জিন নাম্বার G3J3E002492 ৪)R15M, রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রোঃ ল-১৯-০৫৫০,চেসিজ নাম্বার MEIRG6792P0003157, ইঞ্জিন নাম্বার G3N4E0443418, ০৪(চার)টি চোরাই মোটরসাইকেল যাদের ইঞ্জিন নাম্বার ও চেসিজ নাম্বার গসামাজা করা অবস্থায় আসামিদের গ্রেফতার করা হয় ।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীগণ বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে ইঞ্জিন নাম্বার ও চেসিজ নাম্বার গসামাজা করে, কালার পরিবর্তন করে জাল-জালিয়াতির মাধ্যমে সৃজিত ডিজিটাল নাম্বার প্লেট স্থাপন করে ভূয়া ডকুমেন্টস তৈরি করে অজ্ঞাত নামা ব্যাক্তিদের নিকট বিক্রি করার উদ্দেশ্য নিজ হেফাজতে রাখে। আসামিরা পেশাদার মোটরসাইকেল চোরচক্রের সদস্য । ঘটনা সংক্রান্তে সিএমপির খুলশী থানার মামলা নং-১৩ তারিখ, ১৫/১০/২০২৩ইং,ধারা-৪১৩/৪৬৮/৪৭১/৩৪ নিয়মিত মামলা রুজু করা হইয়াছে ।