নিজস্ব প্রতিবেদকঃ
নির্মানাধীন ভবনে কাজ করার সময় হঠাৎ একটি কাঁচা দেয়াল ধসে মো. নুরুল হক (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
১৩ নং দক্ষিণ মাদার্শা ৭নং ওয়ার্ডের আকবরিয়া পাড়ার আলামিয়া সওদাগরের বাড়ির নিহত নুরুল হক ওই এলাকার মৃত শাহান মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, নির্মানাধীন ভবনে কাজ করার সময় হঠাৎ একটি কাঁচা দেয়াল নুরুল হকের গায়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বর এএসআই আলিউদ্দিন বলেন, হাটহাজারী থেকে দেয়াল ধসে গুরুতর আহত এক নির্মাণ শ্রমিককে চমেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।