নিজস্ব প্রতিবেদকঃ
ট্রেনে কাটা পড়ে আব্দুর নুর(৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) মর্গে লাশ পড়ে আছে দুই দিন ধরে। মর্গ থেকে লাশ নিতে ১০ হাজার টাকা চাঁদা দাবী করেন সমীরণ নামে এক দারোয়ান এমন অভিযোগ ভুক্তভোগি অসহায় পরিবারের।
বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মর্গে এমন দৃশ্য দেখা যায়।
ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া আব্দুর নুর(৪৫)চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণকাইন গ্রামের মৃত আব্দুস সবুরের পুত্র।
স্থানীয় ইউপি সদস্য শওকত বলেন, মঙ্গলবার পটিয়া থানার পুলিশ আমাকে ফোন করে আমার এলাকার মানসিক প্রতিবন্ধী আব্দুর নুর (৪৫) এর লাশ পাহাড়তলী থানায় আছে। সেখানে যেতে বলে, তখন আমি শহরের উদ্দেশ্য রওনা হলাম। আসার পথে পাহাড়তলী থানা থেকে জানায় লাশ চমেক মর্গে আছে। তারপর মর্গে আসলাম। সেখানে পুরো রাত থেকে আজ বুধবার ২৯ ডিসেম্বর এখন পর্যন্ত আছি। তবে রাতে মর্গ থেকে লাশ নিতে চাইলে সমীরণ নামে এক ডোম আমাদের কাছে ১০ হাজার টাকা দাবী করে।
চমেক পুলিশ ফাড়ির এসআই আশেক বলেন, মর্গে যারা ছোটখাট কাজ করেন তারা বেতনধারী না। যদি কোন কেউ তাদেরকে খুশি করে দেয় তাহলে হয়তো সেটা নিতে পারে। তবে সেখানে কেউ ১০ হাজার টাকা দাবী করে থাকে তাহলে সেটা অন্যায়।