হাটহাজারী নিউজ ডেস্ক:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে মা-ছেলে খুন হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: হোসনে আরা বেগম (৪৭) ও মো: পারভেজ (৩১)।
নিহত হোসনে আরা বেগম
এ ঘটনায় ঐ পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।