নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
চবির মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজে জার্ণালের মোড়ক উন্মোচন

চবির মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজে জার্ণালের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের উদ্যোগে ‘The Chittagong University Journal of Marine Sciences and Fisheries’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জার্ণালের মোড়ক উন্মোচন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি জার্ণাল একটি অনুষদের মুখপাত্র। অনুষদ কর্তৃক প্রকাশিত জার্ণালের মাধ্যমে অনুষদের শিক্ষকবৃন্দের গবেষণা কর্ম প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।  উপাচার্য সম্মানিত শিক্ষকবৃন্দকে এ সুযোগ যথাযথভাবে কাজে লাগিয়ে মানসম্মত ও যুগোপযোগী গবেষণা প্রবন্ধ সম্পাদনের আহবান জানান। এ জার্ণালে প্রকাশিত প্রবন্ধসমূহ দেশের উপকূলীয় অঞ্চলে সমুদ্র নিয়ে যাঁরা গবেষণা করছেন তাঁদের জন্য সহায়ক ভূমিকা রাখবে মর্মে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। উপাচার্য এ জার্ণাল প্রকাশনার ক্ষেত্রে যে সকল সম্মানিত শিক্ষক-গবেষক কাজ করেছেন তাঁদেরকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এ ধরণের প্রকাশনা নিয়মিত অব্যাহত রাখার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং চবি ওশানোগ্রাফি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উক্ত ইনস্টিটিউটের প্রফেসর ড. মোঃ এম মারুফ হোসেন ও চবি ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর পরিচালক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, উক্ত অনুষদভুক্ত ইনস্টিটিউট ও বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com