নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কার্যালয়ে কম্পিউটার ল্যাব ও প্রাথমিক চিকিৎসালয় উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
বুধবার (২৬ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে ল্যাবটি উদ্বোধন করা হয়।
চবি বিএনসিসির সমন্বয় কর্মকর্তা মেজর ড. মো. শওকতুল মেহেরের সভাপতিত্বে এবং সেকেন্ড লেফটেন্যান্ট প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি ও চবি বিএনসিসির সাবেক সমন্বয় কর্মকর্তা লেফটেন্যান্ট কর্ণেল প্রফেসর ড. এম. শফিকুল আলম এবং চবি বিএনসিসির বিমান শাখার সাবেক প্রধান প্রফেসর ড. এম. আতিকুর রহমান।
চবি উপাচার্য তার বক্তব্যে বিএনসিসি ক্যাডেটবৃন্দকে লেখাপড়ার পাশাপাশি কম্পিউটার ল্যাবের সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে কম্পিউটার ব্যবহারে নিজেদের অধিকতর দক্ষ করে গড়ে তোলার অহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে বিএনসিসির ক্যাডেটবৃন্দ উপাচার্যকে গার্ড অব অনার প্রদান করেন এবং বিএনসিসির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে শীতার্তদের মধ্যে কম্বলও বিতরণ করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।
অনুষ্ঠানে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও চবির ভারপ্রাপ্ত প্রক্টরসহ বিএনসিসির কর্মকর্তাবৃন্দ, ক্যাডেটবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।