নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামে ১২ দিন আগে হাসপাতালে বিয়ে হওয়া ক্যান্সারে আক্রান্ত ফাহমিদা কামাল (২৭) আর নেই।
বিজ্ঞাপন
সোমবার (২১ মার্চ) সকাল ৭টায় নগরীর ও আর নিজাম রোডের মেডিক্যাল সেন্টারের এইচডিইউতে ইন্তেকাল করেন।
বিজ্ঞাপন
গত ৯ মার্চ রাত সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতালে ক্যান্সার আক্রান্ত প্রেমিকা ফাহমিদা কামালকে বিয়ে করে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেন প্রেমিক মাহমুদুল হাসান। বিয়ের ১২ দিনের মাথায় মৃুত্যুবরণ করলেন ফাহমিদা কামাল।
চাচা ইউসুফ বলেন, ‘বিয়ের পর শুধু এক দিন মেয়েটাকে বাসায় আনা হয়। ১৫ মার্চ ফের হাসপাতালে ভর্তি করা হয়। রোববার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। আজ সকাল সাড়ে ৭টায় সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চিরতরে না ফেরার দেশে চলে গেছে আমাদের মেয়ে।’
তিনি জানান, ফাহমিদার মরদেহ চট্টগ্রামের দক্ষিণ বাকলিয়ায় নিজ বাড়িতে নেয়া হয়েছে। বিকেলে বাদ আসর তার জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।