হাটহাজারী নিউজ ডেস্কঃ
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ মো. ছৈয়দুল আমিন (২৪) নামের এক রোহিঙ্গা যুবক কে আটক করেছে র্যাব-১৫।
এসময় ইয়াবা চালানে ব্যবহৃত ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
রবিবার (৯ জানুয়ারি) রাত ২টার দিকে তাকে আটক করে র্যাব।
আটককৃত মো. ছৈয়দুল আমিন বালুখালী ক্যাম্প-৮ এর ব্লক বি/৭৪ এর বাসিন্দা মো. আমিনের ছেলে।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং, পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে ঢুকবে রাত সাড়ে ৮টায় ওই স্থানে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে বালুখালী ব্রীজের নিচ দিয়ে কয়েকটি বস্তা নিয়ে পার হতে দেখা যায়।
এসময় র্যাবের অবস্থান বুঝতে পেরে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ওই চক্রের একজনকে আটক করা হয়। তার সহযোগী অজ্ঞাতনামা আরো ৫/৬ জন পালিয়ে যায়।
তিনি আরও জানান, আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করে পলাতকরাসহ এই চক্রটি দীর্ঘদিন যাবত উক্ত রুট ব্যবহার করে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা পাচার করে আসছে।