নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
এবাদতের ৪ উইকেটেই টাইগারদের জয়ের হাতছানি

এবাদতের ৪ উইকেটেই টাইগারদের জয়ের হাতছানি

হাটহাজারী নিউজ ডেস্কঃ

 

কিউইদের উইকেট নেওয়ার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। এই আক্ষেপের মাঝেই এবাদত হোসেন শিকার করেছেন চারটি উইকেট। দিন শেষে নিউজিল্যান্ডের লিড ১৭ রান।

 

অবশেষে শেষ বেলায় এসে ইয়ংকে শিকার করেন এবাদত। বোল্ড হন ইয়ং। এই ডানহাতি ব্যাটারের ব্যাট থেকে আসে ১৭২ বলে ৬৯ রান।

 

ইয়ং ও টেলরের জুটিতে এসেছিল ৭৩ রান। এক বল পরই হেনরি নিকোলসকেও বোল্ড করেন এবাদত। একই ওভারে দুইটি উইকেট পায় বাংলাদেশ।

নিজের পরের ওভারেই টম ব্লান্ডেলকেও সাজঘরের পথ দেখান এবাদত। এলবিডব্লিউ হন ব্লান্ডেল। নির্ঘাত আউট জেনেও ব্লান্ডেল রিভিউ নেন। তবে বাঁচতে পারেননি।

 

এবারের অগ্নিঝরা টানা দুইটি ওভারে ১৩৬ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।

 

বাংলাদেশের রাজত্বের আরও একটি দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। টেলর অপরাজিত আছেন ১০১ বলে ৩৭ রানে। তার সাথে ক্রিজে আছেন রাচিন রবীন্দ্র।

 

তৃতীয় সেশনে ৭৯ রান সংগ্রহ করতে নিউজিল্যান্ড হারিয়ে তিনটি উইকেট। এবাদত চারটি ও তাসকিন একটি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম ইনিংস)

নিউজিল্যান্ড ৩২৮/১০ (১০৮.১ ওভার)
কনওয়ে ১২২, নিকোলস ৭৫, ইয়ং ৫২, টেলর ৩১, ল্যাথাম ১;
শরিফুল ২৬-৭-৬৯-৩, মিরাজ ৩২-৯-৮৬-৩, মুমিনুল ৪.১-০-৬-২।

বাংলাদেশ ৪৫৮/১০ (১৭৬.২ ওভার)
মুমিনুল ৮৮, লিটন ৮৬, জয় ৭৮, শান্ত ৬৪, মিরাজ ৪৭, ইয়াসির ২৬, সাদমান ২২, মুশফিক ১২;
বোল্ট ৩৫.২-১১-৮৫-৪, ওয়াগনার ৪০-৯-১০১-৩, সাউদি ৩৮-৪-১১৪-২।

নিউজিল্যান্ড ১৪৭/৫ (৬৩ ওভার)
ইয়ং ৬৯, টেলর ৩৭* ল্যাথাম ১৪, কনওয়ে ১৩;
এবাদত ১৭-৪-৩৯-৪, তাসকিন ৯-১-২২-১।

নিউজিল্যান্ডের লিড ১৭ রান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com