নিজস্ব প্রতিবেদক:
পাঁচলাইশ থানাধীন বন গবেষনা ইনন্সিটিটিউট সংলগ্ন সামার হিল আবাসিক এলাকায় চাকরি দেওয়ার নামে বিভিন্ন দালালের মাধ্যমে কৌশলে মেয়ে সংগ্রহ করে আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করার দায়ে ৭ জনকে আটক করে ডিবি পুলিশ।
বিজ্ঞাপন
গত রবিবার মহানগর গোয়েন্দা (উত্তর) সিএমপি এর টিম-৩৪ মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করে।
বিজ্ঞাপন
এসময় তাদের হেফাজত হতে ১০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়, যাদেরকে দীর্ঘদিন যাবত জোর পূর্বক আটক রেখে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হত।
মহানগর গোয়েন্দা (উত্তর) উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) সিএমপি এর টিম-৩৪ মহানগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচলাইশ থানাধীন বন গবেষনা ইনন্সিটিটিউট সংলগ্ন সামার হিল আবাসিক এলাকায় জনৈক নাঈম সাহেবের দুইতলা বিশিষ্ট বিল্ডিং থেকে আব্দুল জলিল, মোঃ লিটন, মোঃ কামাল হোসেন, আবদুল খালেক, মোঃ সেলিম, মোঃ হারুন ও সাইফুল ইসলাম কে আটক করেন।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তিরা পরস্পরের যোগসাজশে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন দালালের মাধ্যমে কৌশলে মেয়ে সংগ্রহ করে উক্ত বিল্ডিংয়ে আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে এবং খদ্দের আনা সহ উক্ত বাড়ীর পাহারায় নিযুক্ত থাকে। কোন মেয়ে পতিতাবৃত্তির কাজে অস্বীকার/অনীহা প্রকাশ করলে তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হত।