নিজস্ব প্রতিবেদক:
কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউপিস্থ ৫নং ওয়ার্ডের ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম পার্শ্বে বালুর মাঠ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ পাওয়া যায়।
গত শুক্রবার (৩০ জুন) অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া যায়।
কর্ণফুলী থানার এসআই কামাল হোসেন জানান, গত ৩০ জুন সিএমপির কর্ণফুলী থানাধীন শিকলবাহা ইউপিস্থ ০৫নং ওয়ার্ডের ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম পার্শ্বে বালুর মাঠ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একজন অজ্ঞাতনামা পুরুষ ব্যাক্তির লাশ পাওয়া যায়। যার বয়স অনুমান ২৭ বছর, উক্ত অজ্ঞাতনামা পুরুষের কপাল, কাধ, ও বাম চোখের বাম পাশে ছেঁচড়ানো দাগ পরিলক্ষিত হয়েছে। তার পড়নে লাল সাদা প্রিন্টের ছেড়া পাঞ্জাবী ও কোমড়ে দুইটি তাবিজ কালো রংয়ের সুতা দ্বারা এবং গলায় একইভাবে পয়সার মত আরো একটি তাবিজ বাধা অবস্থায় ছিল।
কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত অজ্ঞাতনামা পুরুষ লাশের পরিচয় জানতে পারলে সিএমপির কর্ণফুলী থানার নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।
যোগাযোগ – এসআই (নিঃ) কামাল হোসেন হোসেন, মোবা- 01822264150 ; এসআই (নিঃ) মোঃ সেকান্তর মিয়া, মোবা-01911111613; ডিউটি অফিসার, মোবা-01320052980।