মো: আতাউর রহমান মিয়া:
হাটহাজারী উপজেলায় অপরিকল্পিত রাস্তাঘাট, নকশা বহির্ভূত বহুতল ভবন ও বাড়িঘর নির্মাণ, রাস্তা ও ড্রেনের জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট ও স্থাপনা নির্মাণের কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞ মহল।
এরই মধ্যে কয়েকদিনের টানা ভারী বর্ষণে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়নেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের বড়দীঘির পাড় ও নন্দীরহাটে মহাসড়ক যেন নদীতে পরিণত হয়।
আর সেই জলবদ্ধতার মধ্যে দিয়ে হাটহাজারী সরকারি কলেজের এইচএসসি ব্যবসা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী নিপা পালিত পরীক্ষা দিতে গিয়ে নালায় পড়ে মারা যান।
সোমবার (৭ আগস্ট) বেলা ১২টার চিত্র এটি।এ সময় রিকশা ভ্যানে করে যাত্রীদের পারাপার হতে দেখা যায়।
নিপা ইসলামীয়া হাটের বাদামতল এলাকার উত্তম পালিতের মেয়ে। সে হাটহাজারী ডিগ্রী কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী।
হাটহাজারী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ গুল মোহম্মদ বলেন, নিপা আমার কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। সকালে ফাইনাল পরীক্ষা দেয়ার জন্য কলেজে আসার পথে নালায় পড়ে তার মৃত্যু হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় নিপা নামে এক ছাত্রী নালায় পড়ে মারা গেছেন শুনেছি । পরিবার সূত্রে জানা যায় , তিনি মৃগী রোগী ছিলেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।