নিজস্ব প্রতিবেদক:
দেশে স্বাধীনতা বিরোধীদের রাস্তা-ঘাট পাকা কিন্তু আমরা যারা ৭১’র রনাঙ্গনে সৈনিকরা যুদ্ধের সময় কাঁদা মাটি, পানি, জঙ্গল দিয়ে হেঁটে মিত্র বাহিনীকে প্রতিরোধ করেছি। তাই আর কতদিন বাঁচব! অনেক রনাঙ্গনের সারথি কে হারিয়েছি এমন আক্ষেপ নিয়ে কথা বললেন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মন্দাকিনী এলাকার নজর মোহাম্মদ চৌধুরী বাড়ির ৯ জন বীর মুক্তিযোদ্ধার পরিবার।
বীর মুক্তিযোদ্ধা মোঃ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বলেন, আমরা যারা ৭১’র রণাঙ্গনের সারথি আমাদের কে একমাত্র সম্মান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যারা আছেন তারা কেবল স্বার্থ হাসিলের জন্য সম্মান করেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, ২০০/৩০০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটির বেহালদশা। দীর্ঘ ১০/১৫ বছর আগে সিঙ্গেল সলিং দ্বারা রাস্তাটি উন্নত করা হলেও এখনও পর্যন্ত কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি এ রাস্তায়। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে রূপকল্প ২০৪১ বাস্তবায়নে “গ্রাম হবে শহর” এই স্লোগান নিয়ে দেশের প্রত্যন্ত অজপাড়া গাঁয়ে ছোঁয়া লেগেছে উন্নয়নের। কিন্তু ভিন্ন এই এলাকার প্রত্যক রাস্তা ঘাট যেন প্রাচীনকালের এক একটি পুরানো চেহারা।