নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ধলইয়ে মালামাল ও গাড়িসহ প্রতারক ধরলো পুলিশ হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মীরসরাইয়ে ঝরনায় আটকা পড়া ১৫ পর্যটককে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস!

মীরসরাইয়ে ঝরনায় আটকা পড়া ১৫ পর্যটককে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস!

হাটহাজারী নিউজ ডেস্ক:

মীরসরাই উপজেলার সোনাইছড়ি ঝরনায় আটকা পড়া ১৫ পর্যটককে উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (২৭ জুন) বিকাল বেলায় ফায়ার সার্ভিসের টিম তাদের উদ্ধার করা হয়।

 

জানা যায়, সকাল থেকে টানা বর্ষণে তারা আটকা পড়লে ওইদিন দুপুর ২টার দিকে পর্যটকদের একজন পুলিশের বিশেষ সেবা ট্রিপল নাইনে ফোন দিলে বিকাল ৩টার দিকে মিরসরাই থানা পুলিশ, ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসে। পরে সন্ধ্যায় তাদের পরিবারের সাথে যোগাযোগ করে পুলিশ তাদের স্ব স্ব গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে।

 

উদ্ধার হওয়া পর্যটকরা হলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী অয়ন চৌধুরী, সৌম্য বিশ্বাস ও অর্ণব দাশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা, দিবা ও ঐশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পূনাম বড়ুয়া। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী রাজদ্বীপ ও দেব জুঁতি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিক্ষার্থী অদ্বিতীয়া ও জুঁই। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অঙ্কন দাশ ও নিলাজনা। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিক ও ঢাকা এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী অর্পা চৌধুরী।

 

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি পূর্বকোণকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসব পর্যটকরা সকলেই ঝরনার উপরিভাগে উঠে আটকা পড়েছিলো। পরে তাদের উদ্ধার করা হয়।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন পূর্বকোণকে বলেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা এসব শিক্ষার্থীরা ভারী বর্ষণের কারণে ঝরনায় আটকা পড়লে তারা ট্রিপল নাইনে (৯৯৯) ফোন দেয়। এরপর আমরা ঘটনাস্থলে গিয়ে বিকাল ৩টার পর তাদের উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসি।

 

ওসি বলেন, ‘উদ্ধার হওয়া শিক্ষার্থীদের পরিবারের সাথে কথা বলে তাদের স্ব স্ব গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com