নিজস্ব প্রতিবেদক:
নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী এলাকায় অভিযান পরিচালনা করে আবদুল ওয়াহেদকে ৫টি চোরাই মোবাইলসহ গ্রেফতার করে পুলিশ।
শনিবার (২৪ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার মোঃ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী এলাকায় অভিযান পরিচালনা করে আবদুল ওয়াহেদকে ৫টি চোরাই মোবাইলসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তি অভ্যাসগত ভাবে দীর্ঘদিন যাবৎ চোরাই মোবাইল বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।