আহমেদ মুকসিত আইনান:
আলিফকে কয়েক দিন থেকে কেউ একজন বিরক্ত করছে। আপনারা ভাবছেন কোনো মানুষ তাকে বিরক্ত করছে, কিন্তু না! সেটা মানুষ নয়। কে করছেন সেটা আলিফও জানে না!
আলিফ ভাত খেতে গেলে পানির গ্লাস ফেলে দেয়, আলিফ ঘুমাতে গেলে কান মলে দেয়। খেলতে গেলে পা টান দেয়। তাকে কিন্তু দেখা যায় না, আলিফ এখন স্কুলে যাচ্ছে।
আজ কিছু করলে তার হাত ধরে ফেলবে বঅদৃশ্য জীব!লে প্রতিজ্ঞা করেছে। আলিফ যখন খোলা মাঠে হাঁটছিল, কেউ একজন তার ডান পা ধরে হেঁচকা টান দিলো। এত জোরে টান দিলো, যে সে পুরো ডিগবাজি খেয়ে গেল। সবাই তাকে দেখে হাসছিল।
মিনহাজ বলল, ঠিক করে হাঁঠতেও পারিস না। রাহুল বলল, আমার মনে হয়, তুই ডান্স দেখাছিস তখন আলিফ লজ্জিত হয়ে ক্লাস রুমের দিকে যাচ্ছিল।এমন সময় কেউ একজন তাকে আস্তে করে ধাক্কা দিলে আলিফ হালকা একটা বাড়ি খেয়ে বসে পড়েছিল, সেই সময় লাফ দিয়ে তাকে ধরতে যায় আলিফ।
খাটো একটা প্রাণীর এন্টেনা মতো কি একটা হালকা স্পর্শ পেলেও সেটা সাথে সাথে সরে যায়। আর যা হবার তাই হয়, আলিক নিচে পড়ে যায়। কিন্তু তার ব্যাথা বদলে আরাম হয়। রাহুল র চেঁচিয়ে বলে, ওই দেখ আবার ডান্স শুরু করেছে । সবাই হাসতে লাগলো।
আলিফ নিচু হয়ে ধীরে ধীরে ক্লাসে ঢুকলো।ক্লাস থেকে বের হতে মন চাইছে না। আলিফ ভাবতে থাকে কে হতে পারে, সে কি চাই? সে আমাকে আবার জোরে প্রহার করছে না, তার মানে সে আমার খারাপ কিছু করবে না।
কি তার উদ্দেশ্য ?আলিফ পেন্সিল -খাতা বের করে। এন্টেনা যুক্ত জীবটার কয়েকটা ছবি আকে। কিছুক্ষণ পর ঘন্টা পড়লো এবং নিলয় ক্লাসে ঢোকে। আলিফ খাতা ঢুকাচ্ছিল কিন্তু নিলয় দেখে ফেলে এবং হাত থেকে জোর করে নিয়ে বলল, কি করছিলি দেখি তো।
আলিফ খাতা নিতে উঠে বলল, আমার যা খুশি তাই করেছি তোর কি ?
ধারাবাহিক উপন্যাসের আরও পর্ব আসবে! চোখ রাখুন দৈনিক হাটহাজারী নিউজে।
লেখক ও তরুণ কিশোর গল্পকার আহমেদ মুকসিত আইনান।