নিজস্ব প্রতিবেদক:
নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩টি ছোরা, ২টি চাপাতি, ১টি কাটারসহ ৪ ডাকাত গ্রেফতার করে পুলিশ।
শনিবার (১৭ জুন) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল করিম বলেন, নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ৩টি ছোরা, ২টি চাপাতি, ১টি কাটারসহ মোঃ আব্দুল শুক্কুর , মোঃ রিপন প্রঃ রিপন সর্দার, মোঃ ওমর ফারুক ও মোঃ শাকিলকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইপিজেড থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।