নিজস্ব প্রতিবেদক:
নগরীর আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনী এ-ব্লকস্থ কৈবল্যধাম আবাসিক এলাকা থেকে ১টি লাল/কালো রংয়ের পুরাতন চোরাই HERO GLAMAOR মোটরসাইকেল’সহ বাদশা ফাহাদ বিজয় ও মোঃ জাহিদুল ইসলাম নামে দুই চোরকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নগরীর আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনী এ-ব্লকস্থ কৈবল্যধাম আবাসিক এলাকা থেকে ০১ টি লাল/কালো রংয়ের পুরাতন চোরাই HERO GLAMAOR মোটরসাইকেল’সহ বাদশা ফাহাদ বিজয় ও মোঃ জাহিদুল ইসলামকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চুরি হওয়া মোটরসাইকেল সংগ্রহ করে অভ্যাসগত ভাবে তা নিজেদের হেফাজতে রেখে বিক্রয় করে থাকে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।