নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
ধলইয়ে কোদালের কোপে হত্যা মামলার পলাতক আসামি ধরলেন পুলিশ!

ধলইয়ে কোদালের কোপে হত্যা মামলার পলাতক আসামি ধরলেন পুলিশ!

নিজস্ব প্রতিবেদক:

হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই, আরজেনা বাপের বাড়ীর জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা মামলার পলাতক আসামি শফিউল বশর(৩০)কে আটক করে পুলিশ।

গত ১ জুন মামলা দায়ের করার পর বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঘটনার স্থানঃ হাটহাজারী থানাধীন ০২নং ধলই ইউপির অর্ন্তগত পশ্চিম ধলই, আরজেনা বাপের বাড়ীস্থ বাদী ও বিবাদীগনদের বসত ঘরের পিছনে খালী জায়গার উপর।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ মামলার বাদী মাহাবুল আলম (৪৫), পিতা-মোঃ আমির হোসেন, মাতা-মোছাঃ মোস্তফা খাতুন, সাং-পশ্চিম ধলই, আরজেনা বাপের বাড়ী, ৭নং ওয়ার্ড, ২নং ধলই ইউপি , থানা- হাটহাজারী, জেলা –চট্টগ্রাম কর্তৃক

এ ঘটনায় মাহাবুল আলম বাদী হয়ে ১. শফিউল বশর(৩০), পিতা-নুর হোসেন ২. নজরুল ইসলাম(৪০), পিতা-মরহুম গোলাম হোসেন ৩. মোঃ ইরফান @ শুভ(২২), পিতা-আব্দুল গনি ৪. মোঃ হামিম (২০), পিতা-মরহুম জামাল উদ্দিন ৫. মমতাজ বেগম(৩৫) , স্বামী-আব্দুল গনি ৬. মুক্তা আক্তার (২৫), স্বামী-নজরুল ইসলাম, সর্বসাং-পশ্চিম ধলই, আরজেনা বাপের বাড়ী @ আনছর আলী মিস্ত্রির বাড়ী, ৭নং ওয়ার্ড, ২নং ধলই ইউপি, থানা- হাটহাজারী, জেলা –চট্টগ্রামসহ অজ্ঞাতনামা ২/৩ জন করে মামলা দায়ের করেন।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম বলেন, গত ৩১ মে সন্ধ্যা অনুমান ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার ২নং ধলই ইউপির অর্ন্তগত পশ্চিম ধলই, আরজেনা বাপের বাড়ীস্থ বাদী ও বিবাদীগনদের বসত ঘরের পিছনে খালী জায়গার উপর একই উদ্দেশ্যে বে আইনী জনতাবদ্ধে আটক করতঃ মারধর করিয়া সাধারণ ও গুরুতর জখম সহ খুন করার অপরাধে বাদীর টাইপকৃত অভিযোগের প্রেক্ষিতে হাটহাজারী মডেল থানার মামলা নং-০৮ তারিখ-০৫/০৬/২৩ইং, ধারা-143/341/323/326/302/34 The Penal Code 1860 রুজু করা হয়।

এ ঘটনায় কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা শফিউল বশর (৩০) ও নজরুল ইসলাম(৪০) কে আটক করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com