নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকার মিরপুরে পুর্ব শত্রুতার জেরে পরিকল্পনা অনুযায়ী মোটরসাইকেলের করে ঘুরতে বের হয়ে বন্ধুর গলায় ছুরিকাঘাতের দায়ে রুদ্ধশ্বাস অভিযানে সাগর ও সিহাবকে আটক করে পুলিশ।
গত শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ওসি মুহাম্মদ মহসিন বলেন, গলা কাটা নিয়ে ছুটে আসলেন এক ব্যক্তি। শ্বাস নালি কাটা থাকায় নামঠিকানা জানার কোন সুযোগ ছিল না। এরমধ্যে তার হাতে কাগজ আর কলম দিলে সে সাগর নামে এক ব্যক্তির নাম লিখেছেন। এরপর একটি মোবাইল নাম্বারও দেয়। যাতেই সহজেই অপরাধী ধরতে সক্ষম হয়েছে পুলিশ। অন্য দিকে গলা কাটা যুবকের পরিচয়ও পাওয়া যায়। নাম তার জাহাঙ্গীর।
তিনি আরও বলেন, পুর্ব শত্রুতার জেরে পরিকল্পনা মতো সাগর ও সিহাব দুই বন্ধু মিলে
জাহাঙ্গীর কে গত শুক্রবার মোটরসাইকেলে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। রাতে পূর্ব পরিকল্পিতভাবে তারা মিরপুর রোডে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে জাহাঙ্গীর কে হত্যার উদ্দেশ্যে গলা কেটে ফেলে দিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘তারা গলা কাটার পর মৃত ভেবে বন্ধুরা চলে যায়। এরপর গলা কাটা জাহাঙ্গীর হামাগুড়ি দিয়ে পাশের এক উপ পুলিশ কমিশনার অফিসে উঠে। তার শ্বাস নালি কেটে যাওয়ায় কথা বলতে পারছেন না। তাই আমি তাকে কাগজ আর কলম দিই। এরপর তিনি সাগর নাম এবং তার মোবাইল নাম্বার দেয়। এরপর মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর অভিযানে নামে পুলিশ ঘাতক সাগর ও সিহাব নামে দুই জনকে আটক করা হয়।
তারা জানান, রাতে আমরা তিনজনই মদ্যপান করে ঘুরছি। সিহাব মোটরসাইকেল চালাচ্ছেন মধ্যে জাহাঙ্গীর এবং পেছনে সাগর। নির্জন স্থানে গিয়ে পেছন থেকে জাহাঙ্গীরের গলায় ছুরিকাঘাত করেন সাগর।