নিজস্ব প্রতিবেদক:
চকবাজার থানাধীন চন্দনপুরা সিরাজদৌল্লা রোডস্থ চন্দনপুরা মসজিদের উত্তর পাশে একটি প্রাইভেট সিএনজি যোগে চারজন লোক এসে রিয়াজ নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার ৫৫ দিন পরে ছিনতাইকৃত টাকার মধ্যে ৮০ হাজার টাকাসহ ৩ ছিনতাইকারী ধরলো পুলিশ!
জনাব রিয়াজ গত ০৬/০৩/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ০৪.৫৫ ঘটিকার সময় রিক্সাযোগে তার মুরাদপুরস্থ অফিসে যাওয়ার পথে চকবাজার থানাধীন চন্দনপুরা সিরাজদৌল্লা রোডস্থ চন্দনপুরা মসজিদের উত্তর পাশে পৌঁছলে একটি প্রাইভেট সিএনজি যোগে চারজন লোক এসে তাকে সিএনজিতে তুলে নেয় এবং তার নিকট থাকা নগদ পাঁচ লক্ষ তের হাজার টাকা ছিনিয়ে নেয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে সিএমপির চকবাজার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলার প্রেক্ষিতে সিএমপির চকবাজার থানার একটি আভিযানিক দল ঘটনায় ব্যবহৃত প্রাইভেট সিএনজিটি সনাক্ত করেন এবং সিএনজিটি উদ্ধারপূর্বক এর চালককে গ্রেফতার করেন। গ্রেপ্তার পরবর্তী গাড়ির ড্রাইভার ফারুক মামলার ঘটনার বিবরণ দিয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
তদন্তে প্রকাশিত মামলার ঘটনার মূল হোতা টিপুকে গ্রেফতারের জন্য একাধিকবার চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার এড়াতে টিপু আদালতে আত্মসমর্পণ করলে তাকে গত ০১/০৫/২০২৩ খ্রিঃ ০১ দিনের রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে টিপুর দেয়া তথ্য মতে ঘটনায় জড়িত জনি, শফিকুল ইসলাম, আহমদ নূরদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি ও তথ্য মতে তাহাদের নিকট থেকে লুণ্ঠিত সর্বমোট নগদ ৮০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।