নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
সাংবাদিক আব্দুল আউয়াল রোকনের পিতার মৃত্যুবার্ষিকীতে হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা  হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া দুই পরিবারকে দেখতে গেলেন উপদেষ্টা ফারুক-ই আযম ফরহাদাবাদে নিজের গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করলেন উপদেষ্টা ফারুক ই আজম  শাহ সূফী ছৈয়্যদ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”র  ওরছ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হাটহাজারী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে বাসার রুমে খেলাধুলা করতে গিয়ে দরজা লক: আটকে পড়া শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস  আমান বাজারে কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের বিদেশী সিগারেট নিয়ে ডিবি পুলিশের জালে ধরা ২ দক্ষিণ মাদার্শা কৃষি জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা নাঙ্গলমোড়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রীয় মর্যাদায় চির শায়িত বীর মুক্তিযোদ্ধা জহুর আহম্মদ
চান্দগাঁও থেকে অপহৃত শিশু হাটহাজারীতে উদ্ধার, নারীসহ আটক ৪

চান্দগাঁও থেকে অপহৃত শিশু হাটহাজারীতে উদ্ধার, নারীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা থেকে অপহৃত শিশু মাহিন (৫) কে হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন থেকে উদ্ধার করে পুলিশ।

অপহৃত শিশু মাহিন

শুক্রবার (২৮ এপ্রিল) বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল দুপুর অনুমান ১টা ৩০ মিনিটের সময় বাদি মোছাঃ পারুল বেগম এর ছোট ছেলে (ভিকটিম) তাহার বর্তমান ঠিকানার বাসা চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা, এএলখান স্কুলের পিছনে, এসএস ভবন, সেমি পাকা কলোনীর প্রবেশের গলিতে খেলাধুলা করার জন্য বের হয়। একই দিন  দুপুর অনুমান ১টা ৪০ মিনিটের সময় বাদি কলোনীর আশপাশ এলাকাসহ সম্ভাব্য সকল স্থানে ভিকটিমকে খোঁজাখুজি করে না পেয়ে চান্দগাঁও থানায় এসে একটি নিখোঁজ ডায়েরী দায়ের করেন।

বিজ্ঞাপন

চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম বলেন, শিশু নিখোঁজ ডায়েরী করার সাথে সাথে তদন্ত নামে এসআই জালাল আহমেদ। এরপর সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে এবং ঘটনাস্থল এলাকায় প্রাপ্ত সিসিটিভির ভিডিও ফুটেজ যাচাই করে গতকাল শুক্রবার ২৮ এপ্রিল মোঃ নুর ইসলাম প্রঃ মুরাদ ও মোঃ জুয়েলকে হেফাজতে নিয়ে ভিকটিমের বিষয়ে  জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদেরকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে  হাটহাজারী থানাধীন ছিপাতলী লুতি তালুকদার বাড়ীস্থ ধৃত মোঃ রাসেল  ও  রিমা আক্তারের হেফাজত থেকে  ভিকটিম কে উদ্ধার করেন।

বিজ্ঞাপন

আটককৃতরাসহ  ভিকটিমকে থানায় এনে বাদিকে সংবাদ দিলে বাদি থানায় উপস্থিত হয়ে ভিকটিমকে সনাক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে ধৃত মোঃ জুয়েল এর হেফাজত থেকে ঘটনায় ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেন এবং মোঃ নুর ইসলাম  মুরাদ  এর হেফাজত থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করেন এবং উদ্ধারকৃত মোটর সাইকেলটি ভিকটিমকে বিক্রয় করার অভিপ্রায়ে অগ্রীম প্রাপ্ত টাকায় ক্রয়কৃত মর্মে জানা যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com