নিজস্ব প্রতিবেদকঃ
হাটহাজারী পৌরসভার হাসপাতাল রোডের পশ্চিমে নাম্বার বিহীন জীপগাড়ী বোঝাই সেগুন গোল কাঠ আটক করে ইউএনও মোঃ শাহিদুল আলম।
শুক্রবার (৭ জানুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে কাঠ বোঝাই গাড়ি জব্দ করা হয়।
হাটহাজারী স্টেশন অফিসার মোঃ ফজলুল কাদের চৌধুরী হাটহাজারী নিউজ কে বলেন, পাচারকালে নাম্বার বিহীন জীপগাড়ী বোঝাই সেগুন গোল কাঠ আটক করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। এরপর তিনি আমাদের কে অবহিত করলে আমরা গিয়ে বনজ দ্রব্যের স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র নানা থাকায় ও ড্রাইভার দ্রুত পালিয়ে যাওয়ায় গাড়ীর মালিককে ভাম্যমান আদালতের মাধ্যমে ইউএনও মহোদয় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৬২ টু: = ৪৫.৩৭ ঘনফুট সেগুন গোল জব্দ পূর্বক অফিস হেফাজতে নেওয়া হয় ।
কয়েকটি গোপন সূত্রে জানা গেছে, আটককৃত কাঠ ও গাড়ি ছাড়িয়ে নিতে বনবিভাগের সাথে লবিং করতে হাটহাজারী গাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মুছা এবং রমজান মেম্বার কে দেখা গেছে। শুধু তা নয় যত অবৈধ কাঠ পাচার হয় সবই তাদের নিয়ন্ত্রণে হয়। এ চক্রের রয়েছে একটি সিন্ডিকেট।