নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
ভোট গ্রহণ চলছে নাজিরহাট পৌরসভার!

ভোট গ্রহণ চলছে নাজিরহাট পৌরসভার!

হাটহাজারী নিউজ ডেস্ক:

আজ বৃহস্পতিবার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়।

শুরুর প্রথম দিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও তা বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন মেয়র ও কাউন্সিলরা।

পৌরভার ৯টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রের ১৩১ বুথে ৪৮ হাজার ৩ শত ৩৮ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোট প্রদান করবেন। এতে পুরুষ ভোটার ২৫ হাজার ৬২৫ জন ও মহিলা ভোটার ২২ হাজার ৭১৩ জন। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জনসহ মোট ৫৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে নির্বাচনকে উপলক্ষে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

নাজিরহাট পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা বলেন, পৌরসভার ৯ ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব, ২ প্লাটুন স্টাইকিং ফোর্স, পুলিশ ও আনসার বাহিনী দায়িত্ব পালন করবেন। গতকাল ১৫ মার্চ কেন্দ্রে কেন্দ্রে সকল সরঞ্জাম প্রেরণ করা হয়েছে।

 

নাজিরহাট পৌরসভার নির্বাচনের রিটার্নিং অফিসার চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান বলেন, শান্তিপূর্ণ ও অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এখনো পর্যন্ত কেন্দ্রের বাইরে কোন গোলযোগ বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি, যদি হয় তাহলে সঙ্গে সঙ্গেই এ্যাকশানে যাবে প্রশাসন।’

নির্বাচনে মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের একে জাহেদ চৌধুরী, নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকের মোহাম্মদ নাছির উদ্দীন, স্বতন্ত্র মোবাইল প্রতীকের আনোয়ার পাশা, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চামচ প্রতীকের জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বতন্ত্র জগ প্রতীকের এ্যাডভোকেট মো. ইসমাইল গনী।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরা হলেন সংরক্ষিত-১ (১, ২, ৩) আসনে আলমনারা বেগম (আনারস), ছলিমা আকতার (জবা ফুল), সংরক্ষিত-২ (৩, ৪, ৫) আসনে নাজমা সুলতানা (আনারস), রহিমা বেগম (চশমা), রেজিয়া বেগম (জবা ফুল), সংরক্ষিত-৩ (৬, ৭, ৮) আসনে আয়েশা আকতার (চশমা), মোছা. নিলু আকতার (আনরাস), হাসিনা মমতাজ (জবা ফুল)।
তাছাড়া সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ছৈয়দ মো. জয়নাল আবেদীন (পাঞ্জাবি), মো. শফিউল আজম (টেবিল ল্যাম্প), মো. আমান উল্লাহ (ডালিম), মো. রবিউল হোসেন (উটপাখি), ২নং ওয়ার্ডে এস এম হারেছ মিয়া (গাজর), মো. আমানল্লাহ (পাঞ্জাবি), মো. আলী আকবর জুনু (টেবিল ল্যাম্প), মো. মিজানুর রহমান (উটপাখি), রাজীব চৌধুরী (ডালিম), ৩নং ওয়ার্ডে নুরুল আবছার (ব্রিজ), মুহাম্মদ হারুন (উট পাখি), মো. ওসমান গনি (ডালিম), মোহাম্মদ শহিদুল্লাহ (টেবিল ল্যাম্প), মো. আবুল কালাম (পাঞ্জাবি), ৪নং ওয়ার্ডে মো. আব্দুল্লাহ (ঢেড়শ), মোহাম্মদ মহিন উদ্দিন (ফাইল কেবিনেট), মো. শাহাজাহান (উটপাখি), মো. হোসেন (ডালিম), ৫নং ওয়ার্ডে আব্দুল ওহাব (পাঞ্জাবি), ইয়াছিন আরাফাত (পানির বোতল), এস এম আবুল মুনসুর (টেবিল ল্যাম্প), এস এম হেলাল (উটপাখি), মোস্তফা কামাল (ব্ল্যাক বোর্ড), মো. শরিফ (ডালিম), ৬নং ওয়ার্ডে আব্দুল্লা আল মাসুদ (পানির বোতল), এস এম আমজাদ হোসাইন (পাঞ্জাবি), মুহাম্মদ ইয়াকুব (টেবিল ল্যাম্প), মো. দিদারুল আলম (উটপাখি), ৭নং ওয়ার্ডে মুহাম্মদ মঞ্জুর মিয়া (পাঞ্জাবি), মো. ঈসমাইল (ব্ল্যাক বোর্ড), মো. মোস্তাক হোসেন (উটপাখি), ৮নং ওয়ার্ডে মো. আলী (পানির বোতল), মো. আলী নেওয়াজ (পাঞ্জাবি), মো. বেলাল উদ্দিন (ডালিম), মো. হাসান কবির (উটপাখি), ৯নং ওয়ার্ডে মহিউদ্দিন মাহমুদ (ব্ল্যাক বোর্ড), মো. মোরশেদ (পানির বোতল), মো. এজহারুল ইসলাম (ডালিম), মো. রাশেদ চৌধুরী (টেবিল ল্যাম্প), মো. সোলেমান (উটপাখি), সালাউদ্দীন (পাঞ্জাবি)।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে নাজিরহাট পৌরসভা গঠিত হয়। ২০১৮ সালের ২৯ মার্চ প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন এস এম সিরাজুদ্দোল্লাহ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com