নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড, জাগৃতি মোড় ও কাচারি সড়কে যানজট সৃষ্টিকারী বিভিন্ন পরিবহন, ফুটপাত ও দোকানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৫১,৫০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
মঙ্গলবার (৭ মার্চ) বিকাল ৪টা হতে সন্ধ্যা ৮ পর্যন্ত টানা চলে এ অভিযান।
ইউএনও অফিস সূত্রে জানা যায়, অভিযানে বাসস্ট্যান্ড ও জাগৃতি মোড়ে যানজট সৃষ্টিকারী সিএনজি ও ব্যাটারিচালিত রিকশা আটক করা হয়। পরে কাচারি সড়কে দোকানের সামনের ফুটপাত দখলকারী বিভিন্ন দোকানকে জরিমানা করা হয়। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৬ মামলায় ৫,৫০০ টাকা এবং দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ৬ মামলায় ৪৬,০০০ টাকা অর্থাৎ মোট ১২ মামলায় ৫১,৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ফুটপাতে থাকা একটি ফ্রিজ ও পথিক ও যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অন্যান্য সামগ্রী আটক করা হয়। ৫টি ব্যাটারিচালিত রিকশা আটক করে ২০টি ব্যাটারি জব্দ করা হয়। ফুটপাত থেকে জব্দকৃত বেশকিছু ফল ৩টি এতিমখানায় বিতরণ করা হয়।
এতিমখানাগুলো হলো:
১. হামিদিয়া রহমানিয়া হেফজখানা ও এতিমখানা (৭নং ওয়ার্ড, হাটহাজারী পৌরসভা)
২. শাহ রজভিয়া আজিজিয়া সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানা, পূর্ব দেওয়ান নগর, হাটহাজারী পৌরসভা।
৩. গাউসিয়া আজিজিয়া তৈয়বিয়া কোরআন মাদরাসা, পশ্চিম দেওয়ান নগর, হাটহাজারী পৌরসভা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম বলেন, যানজট নিরসনে জেলা প্রশাসক স্যার ৪ উপজেলার অংশীজনদের নিয়ে হাটহাজারীতে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় উঠে আসা বিভিন্ন বিষয় ও সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা মাইকিং করি ও সময় বেধে দেই। সে সময় অতিক্রান্ত হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয় এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে জরিমানা ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। তবে, যানজট নিরসনে সবার আগে প্রয়োজন সংশ্লিষ্ট সবার সচেতনতা!