নিজস্ব প্রতিবেদক:
মহানগর গোয়েন্দা পুলিশের জালে অবৈধ পাসপোর্ট তৈরি চক্রের ৪ জন ও ২ জন রোহিঙ্গা নাগরিকসহ সর্বমোট ৬ জন গ্রেফতার এবং রোহিঙ্গাদের নামে ইস্যুকৃত ৫টি বাংলাদেশী পাসপোর্টসহ ১টি জাতীয় পরিচয়পত্র জব্দ।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খুলশী থানাধীন গরীব উল্লাহ শাহ মাজার শ্যামলী এন আর ট্রাভেলস এর সামনে থেকে মোঃ পারভেজকে রোহিঙ্গা নাগরিক মোঃ জাবের ও রজি আলমসহ হেফাজতে নেয়া হয়।
পরে হেফাজতকৃত পারভেজকে জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী অপর সদস্য মোঃ তাসলিম, মোঃ ইসমাইল ও মোঃ ফারুককে চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫ টি রোহিঙ্গা পাসপোর্ট ও ১টি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।
তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ তাদের অন্যান্য সদস্যদের সহায়তায় রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট/ জাতীয় পরিচয়পত্র তৈরি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রেরণ করে। প্রতিটি পাসপোর্ট তৈরিতে ১ লক্ষ টাকা এবং মধ্যপ্রাচ্যে প্রেরণের জন্য ৩/৪ লক্ষ টাকা নিয়ে থাকে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা চট্টগ্রাম ও কক্সবাজার এর বিভিন্ন এলাকা হতে তাদের নিজস্ব লোকের মাধ্যমে রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে প্রেরণ করে।