নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট ব্রীজ সংলগ্ন ইছামতি নদীর পরিবেশ রক্ষায় ও দূষণ নিয়ন্ত্রণে বর্জ্য অপসারণে কাজ করেন পরিবেশ অধিদপ্তর।
গত বুধবার (১৮ জানুয়ারী) চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর এর পরিচালকের নির্দেশনায় রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদার তা অপসারণ করে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক(উপসচিব) মুফিদুল আলম বলেন, গত ৫ ডিসেম্বর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আফজারুল ইসলাম এর পরিদর্শন ও রিপোর্ট এর ভিত্তিতে উক্ত নদীর পরিবেশ রক্ষায় ও দূষণ নিয়ন্ত্রণে বর্জ্য অপসারণ করতে রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান সিকদারকে নির্দেশনা প্রদান করা হয়। সে প্রেক্ষিতে তিনি গত ১৮ জানুয়ারী রাঙ্গুনিয়া উপজেলার রোয়াজারহাট ব্রীজ সংলগ্ন ইছামতি নদীর বর্জ্য অপসারণ করা হয়। পরিবেশ রক্ষায় ও দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের কাজ চলমান থাকবে।