নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারীতে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রুদ্রপল্লী সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে জাবেদ হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ৭টার দিকে রেললাইনে ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
নিহত যুবক একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাহাদী ব্যাপারির বাড়ির আবুল কাশেমের পুত্র।
পরিবার সূত্রে জানা যায়, কিছু দিন আগে
দুবাই থেকে বাড়ীতে আসেন জাবেদ। গতরাতে সে ঢাকা যাবে বলে ঘর থেকে বের হয়ে রাত ১০টার দিকে মাকে ফোন করে বলে আমি আর বাড়ী আসব না,আমাকে মাফ করে দিও,আমি ঢাকায় চলে যাচ্ছি বলে লাইন কেটে দেন।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এমন খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি রেললাইন ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে। পরে আমরা থানা পুলিশকে অবহিত করি এবং তারা দ্রুত ঘটনাস্থলে আসে। ধারণা করা হচ্ছে রাতেই ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে আমরা মর্মাহত হয়েছি।
রেলওয়ে থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম
বলেন, রেললাইনে ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল আলম ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।